বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রামে মিছিল থেকে ছাত্র ‘আটক’

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ১৫:৪৩

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের পূর্বঘোষিত একটি কর্মসূচি ছিল বৃহস্পতিবার। সে হিসেবে ছাত্ররা দুই নম্বর গেইট মোড়ে সড়কের পাশে জমায়েত হয়ে মিছিল করে। এ সময় পাঁচলাইশ থানা পুলিশ আমাদের ধাওয়া করে চারজনকে আটক করে থানায় নেয়।’

গণপরিবহনে অর্ধেক ভাড়ার দাবিতে চট্টগ্রামে বিভিন্ন ছাত্র সংগঠন আয়োজিত মিছিল থেকে ৪ শিক্ষার্থীকে আটকের অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, আটক নয় ছাত্রদের বাসায় পাঠানো হয়েছে।

নগরের ২ নম্বর গেইট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চারজনকে পুলিশ আটক করে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিউজবাংলাকে জানান সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রায়হান উদ্দিন।

আটকেরা হলেন মিরাজ উদ্দিন, সাইফুর রৌদ্র, জামসেদুর রিফাত ও জাহিদুল রাফি।

রায়হান উদ্দিন বলেন, ‘আমাদের পূর্বঘোষিত একটি কর্মসূচি ছিল বৃহস্পতিবার। সে হিসেবে ছাত্ররা দুই নম্বর গেইট মোড়ে সড়কের পাশে জমায়েত হয়ে মিছিল করে।

‘এ সময় পাঁচলাইশ থানা পুলিশ আমাদের ধাওয়া করে চারজনকে আটক করে থানায় নেয়। তবে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তাদের ছেড়ে দিবে বলেছে।’

আটকের বিষয়টি অস্বীকার করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘তারা সড়কে অবস্থান নিয়ে মিছিল করতেছিল। এতে যানবাহন চলাচলে সমস্যা তৈরি হওয়ায় আমরা তাদের সরিয়ে দিয়েছি।

‘তাদের কাউকে আটক করা হয়নি। তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।’

এ বিভাগের আরো খবর