ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীরা নগর ভবনের জড়ো হয়েছেন। তারা ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের সাক্ষাৎ চেয়েছেন।
নাঈমের নিহতের ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এর মধ্যে নটর ডেমের শিক্ষার্থীরা বেলা ১১টার দিকে সমাবেশ শুরু করে মতিঝিল শাপলা চত্বর থেকে। ঘণ্টা খানেক পর তারা অবস্থান নেয় গুলিস্তানের জিরো পয়েন্টে। তাদের অবস্থানের কারণে গুলিস্তান এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের।
নিরাপদ সড়কের দাবিতে জিরো পয়েন্টে দুপুর দেড়টার দিকে ১০ দফা ঘোষণা করে আন্দোলনকারীরা। এরপর সেখান থেকে গিয়ে তারা অবস্থান নেয় পাশ্ববর্তী নগর ভবনের সামনে। মেয়র তাপসের সাক্ষাত চান তারা।
জিরো পয়েন্টে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বেলা ২টার দিকে নগর ভবনের প্রধান ফটকের সামনে আসেন শিক্ষার্থীরা। বিকেল ৩টায় নগর ভবনের নিচের সিঁড়িতে অবস্থান নেন তারা।
শিক্ষার্থীরা জানান, মেয়র তাপস বলেছেন ছাত্রদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে চান তিনি। তবে শিক্ষার্থীদের চাওয়া মেয়র সবার সামনে আসুক। ‘মেয়র তোমার দেখা চাই, নাঈম হত্যার বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান ধরছেন শিক্ষার্থীরা।
নটর ডেমের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ি কারা চালায়? এই অব্যবস্থাপনার দায় মেয়রকে নিতে হবে। কেন এই অব্যবস্থাপনা, এর জবাব মেয়রকে সবার সামনে দিতে হবে।’