গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, বেসরকারি খাতে হাফ ভাড়া নেয়ার কোনো প্রভিশন (বিধান) নেই।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বৃহস্পতিবার সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বাসসহ গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে রাজধানীর বিভিন্ন প্রান্তে বিক্ষোভ-সমাবেশ করেছে শিক্ষার্থীরা। তাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারাও।
শিক্ষার্থীদের জন্য দেশের সব ধরনের সরকারি-বেসরকারি বাস, লঞ্চ ও ট্রেনে ভাড়া অর্ধেক করতে সরকারের প্রতি নির্দেশনা চেয়ে রিট হয়েছে সুপ্রিম কোর্টে। সেটির শুনানির জন্য রোববার দিন ঠিক করা হয়েছে।
এমন বাস্তবতায় সাংবাদিকদের এনায়েত উল্যাহ বলেন, ‘বেসরকারি খাতে হাফ ভাড়া নেয়ার কোনো প্রভিশন নেই। গাড়িতে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেয়ার কোনো প্রভিশন নেই। বিআরটিসিতে (সংস্থাটির গাড়ি) হাফ ভাড়া নেয়ার প্রভিশন আছে।’
বিস্তারিত আসছে…