বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নটর ডেম শিক্ষার্থীর নিহতের বিচার চেয়ে রাজধানীজুড়ে বিক্ষোভ

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ১২:৫১

বেলা ১১টার দিকে ফার্মগেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে তাদের সমাবেশ আরও বড় হয়। তাদের বিক্ষোভের ফলে ফার্মগেট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। মতিঝিল এলাকায় বিক্ষোভে নামে নটর ডেমের শিক্ষার্থীরা। এতে গুলিস্তান-মতিঝিল এলাকায় থেমে যায় যান চলাচল।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের বিচার চেয়ে রাজধানীর কয়েকটি স্পটে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিক্ষোভে বাস ভাড়া অর্ধেক করার দাবিও তুলেছে তারা।

বেলা ১১টার দিকে ফার্মগেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট পাঁচ রাস্তার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। ধীরে ধীরে তাদের সমাবেশ আরও বড় হয়। তাদের বিক্ষোভের ফলে ফার্মগেট এলাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।

যান চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভ শুরুর অল্প সময়ের মধ্যেই বিজ্ঞান কলেজের অঙ্কের শিক্ষক মো. সালাউদ্দিনকে নিয়ে পুলিশের একটি দল ছাত্রদের বোঝাতে আসে। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথা মানেনি।

অপূর্ব রায়হান নামে পুলিশের একজন কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘শিক্ষার্থীরা আসলে কী দাবি করছে তা তারা নিজেরাও জানে না। একবার বলছে নডর ডেম শিক্ষার্থীর মৃত্যুর বিচার চাই। আরেকবার বলছে, বাসের ভাড়া অর্ধেক করে দিতে হবে।’

ছাত্রদের বিক্ষোভের ফলে তীব্র যানজটের সৃষ্টি হলেও দুপুর পৌনে ১২টা পর্যন্ত পুলিশকে কোনো অ্যাকশনে যেতে দেখা যায়নি।

২০১৮ সালের মতো শিক্ষার্থীদের বিভিন্ন গাড়ির লাইসেন্স চেক করতে দেখা যায়। বিশেষ করে তারা সরকারি গাড়িগুলোর লাইসেন্স চেক করছে বেশি। এসবের মধ্যে রয়েছে পুলিশের, সচিবালয়ের গাড়ি।

এক শিক্ষার্থী বলে, ‘আগামী পরশু আমাদের পরীক্ষা, আমরা তো পড়ব, আমরা পরীক্ষা দেব, কিন্তু আমরা যদি তার আগেই মারা যাই তাহলে কীভাবে পরীক্ষা দেব। যে ছাত্রটি মারা গেল তার কী ভুল ছিল। আমরা তো এ রকম দেশ চাই নাই। এর আগেও আমরা ছাত্ররা মিলে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছি। তারপরেও ওই ধরনের ঘটনা ঘটছে, আমরা এমন চাই না। বিচার চাই।’

তেজগাঁও জোনের এসি রুবাইয়াত নিউজবাংলাকে বলেন, ‘আমার ওসি বলছেন শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের দাবির কথা বলছে। কখনও বলছে নিরাপদ সড়ক চাই, কখনও বলছে নটর ডেম কলেজের স্টুডেন্টের মৃত্যুর বিচার চাই; কখনও বলছে বাসের ভাড়া অর্ধেক চাই। তারা কী ধরনের দাবি করছে আমরা সেটি জানার চেষ্টা করছি। জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেই সব সমস্যার সমাধান করার চেষ্টা করব।’

মতিঝিলে নটর ডেম শিক্ষার্থীদের বিক্ষোভ

মতিঝিলের শাপলা চত্বরে বিক্ষোভ শুরু হয় সোয়া ১১টার দিকে। নটর ডেম শিক্ষার্থীদের ওই বিক্ষোভ সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে গুলিস্তানের জিরো পয়েন্টের দিকে যায়।

শিক্ষার্থীদের দাবি, নটর ডেমের নিহত শিক্ষার্থী নাঈম হাসানের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া এবং প্রকৃত দোষীর শাস্তি নিশ্চিত করা।

বিক্ষোভের কারণে মতিঝিল ও গুলিস্তান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মতিঝিল বিভাগে উপকমিশনার আব্দুল আহাদ বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নটর ডেমের শিক্ষার্থীরা শাপলা চত্বর হয়ে গুলিস্তান বঙ্গবন্ধু স্কয়ারে আসে। সেখানে আরও ছাত্র জড়ো হয়ে জিরো পয়েন্টে আসে। তারা সেখানে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে।

রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নিহত হন নটর ডেমের ছাত্র নাঈম হাসান। ছবি: সংগৃহীত

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে হল মার্কেটের কাছে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসান নিহত হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সমষপুর মিয়াজীবাড়ী গ্রামে। পরিবারের সঙ্গে ঢাকায় থাকত সে।

ঘটনার পরপরই গাড়ির চালক রাসেলকে আটক করে পুলিশ। রাসেলকে আসামি করে পল্টন থানায় একটি মামলা করেছেন নিহত নাঈমের বাবা শাহ আলম। ওই মামলায় রাসেলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রাসেল ডিএসসিসির ড্রাইভার নন, একসময় কাজ করতেন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে। প্রকৃত চালকের পরিবর্তে গাড়িটি চালাচ্ছিলেন তিনি।

মাস্টার রোলের ওই চাকরিটি চলে যাবার পর রাসেল কীভাবে গাড়ির চালক হয়ে গেলেন তা জানা যায়নি। আটকের পর রাসেল পুলিশের কাছে দাবি করেছেন, তার ড্রাইভিং লাইসেন্স আছে, তবে তা তিনি দেখাতে পারেননি।

শিক্ষার্থী নাঈমের নিহতের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ডিএসসিসি। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর