রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়িচাপায় এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে। ইউসুফ মিয়া নামে ২০ বছর বয়সী ওই চালক রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে যাত্রী সেবা দিতেন। ছিলেন অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিমানবন্দর সামনে সড়কে ফুটওভার ব্রিজের নিচে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ইউসুফকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বন্ধু মো. শাহিন বলেন, ‘আমার বন্ধু ইউসুফ উত্তরা বাসায় যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দর ফুটওভার ব্রিজের নিচে পড়ে যায়। মুহূর্তে পেছন থেকে একটি অজ্ঞাত নামা গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান সে অনেক আগেই মারা গেছে।’
শাহিন আরও বলেন, ‘আমার বন্ধু পাঠকচালক ছিল। সে অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আনসার আলির ছেলে।’
নিহত ইউসুফ পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় ছিল। পরিবারের সঙ্গে থাকতেন উত্তরা ৯ নম্বর সেক্টরে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মধ্যরাতে বিমানবন্দর থেকে সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিমানবন্দর থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।