বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার পক্ষে নানক

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ০২:২৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘আমি মনে করি, হাফ ভাড়ার বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নৈতিক। অবশ্যই আমি এই দাবির সঙ্গে একমত। তবে এ বিষয়ে কোনো অরাজক পরিস্থিতি তৈরি করা যাবে না।’

বাসে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার যে দাবি শিক্ষার্থীরা করছেন তাকে যৌক্তিক বলে মনে করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার ধানমন্ডিতে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তবে ছাত্রদের এই দাবিকে কেন্দ্র করে অরাজকতার পরিস্থিতি যাতে সৃষ্টি না করা হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার জন্য তিনি অনুরোধ জানান।

ডিজেলের দাম বাড়ানোর পর বাসভাড়া ২৭ শতাংশ বাড়িয়ে বিআরটিএ আদেশ দেয়। এর প্রেক্ষাপটে কিছুদিন আগে থেকেই রাজধানীর কয়েকটি জায়গায় ছাত্রদের সঙ্গে গণপরিবহনের চালক ও শ্রমিকদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। কয়েকটি জায়গায় সেটা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে রাজধানীতে হাফ পাশের দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করে ছাত্ররা।

নানক বলেন, ‘আমি মনে করি, হাফ ভাড়ার বিষয়টি নিয়ে যে আন্দোলন হচ্ছে তা নৈতিক। অবশ্যই আমি এই দাবির সঙ্গে একমত। তবে এ বিষয়ে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাবে না।’

তিনি বলেন, ‘১৯৬৯-৭০ সাল থেকে আমরা বাসে হাফ ভাড়া নিয়ে দাবি করেছিলাম। তখনকার প্রেক্ষাপটে দাবি অনুসারে ছাত্ররা অর্ধেক ভাড়া দেয়ার সুযোগ পায়। পরে স্বাধীন বাংলাদেশেও এভাবেই চলছিল। কাজেই বর্তমান প্রেক্ষাপটে যখন বাসভাড়া অনেক বেড়েছে, তখন আমি মনে করি ছাত্রদের এ দাবি অত্যন্ত যুক্তিযুক্ত।’

তিনি বলেন, ‌'আমি সকল বাস মালিক ও পরিবহন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছাত্রদের এই দাবি মেনে নেয়ার অনুরোধ জানাব।'

তিনি ছাত্রদের উদ্দেশ করে বলেন, ‘আপনাদের দাবি যুক্তিযুক্ত হলেও এটাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি অবশ্যই যুক্তিযুক্ত নয়। আমি সবার উদ্দেশ্যেই বলছি, বাসভাড়াকে কেন্দ্র করে যাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে।’

এ বিভাগের আরো খবর