ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়াতে দেশে তৈরি হয়েছে বিকল্প প্ল্যাটফর্ম ‘কনভে’। ভার্চুয়াল এ মিটিং প্ল্যাটফর্মটিতে একসঙ্গে ৩০০ জনের বৈঠকের ব্যবস্থা আছে।
সিনেসিস আইটি নামের প্রতিষ্ঠান আগামী বছরের শুরুতে ভার্চুয়াল অফিস কোলাবরেশন প্ল্যাটফর্ম ‘কনভে’ নিয়ে আসছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) রূপায়ণ চৌধুরী বলেন, ‘২০১৮ সালে অস্ট্রেলিয়া গেলে সমস্যায় পড়ি টিম সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে। একপর্যায়ে পুরো টিম বাধ্য হয়ে রিমোট কোলাবরেশন ব্যবহার শুরু করি। করোনা আগে থেকে সিনেসিস ভিডিও কনফারেন্সিং ব্যবহার শুরু হয়।
‘রিমোট কোলাবরেশন এখনো নতুন, এখানে অনেক কিছু দরকার। কনভে-এর ইনোভেশন অনেক সমস্যার সহজ সমাধান দেবে। এখন চার দেশের মানুষজন এই ইনোভেশনে কাজ করছে। কনভে একটি ভার্চুয়াল কোলাবরেশন প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও কনফারেন্সিং, বিভিন্ন কোলাবরেশন টুলস ও ভিজ্যুয়াল বোর্ডের সমন্বয়ে কর্মীদের মধ্যে খুবই কার্যকর যোগাযোগ গড়ে তোলা যায়।’
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বেশি জোর দেয়া হয়েছে তথ্য নিরাপত্তায়, যা জুমের একটা বড় দুর্বলতা। কনভে তৈরি করা হয়েছে গ্লোবাল মার্কেটের জন্য। এটি প্রচলিত অন্য যে কোনও অ্যাপের চেয়ে বহুগুণে ভালো।
‘বর্তমানে অনায়াসে ৩০০ জনের মিটিং করা যাবে, যা আগামীতে ১২০০ জনে উন্নীত করার পরিকল্পনা আছে। সিনেসিসের কয়েকটি টিম এখন কনভে ব্যবহার করছে। আগামী বছরের প্রথম প্রান্তিকে সীমিত কিছু প্রতিষ্ঠানের জন্য মার্কেটে আসবে কনভে।’