বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাইবার অপরাধ নিয়ন্ত্রণে বিটিআরসি-এনটিএমসি সমঝোতা

  •    
  • ২৪ নভেম্বর, ২০২১ ২১:৪৯

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন। সর্বক্ষেত্রে প্রযুক্তির সুফল আমরা ভোগ করছি। কিন্তু প্রযুক্তির অপব্যবহার আমাদের রোধ করতে হবে।'

প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী সনাক্তে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সাথে সমঝোতা সই করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)।

রাজধানীর বিটিআরসি ভবনে বুধবার এ সমঝোতা সই হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এর ফলে সরকারের দুই বিভাগের মধ্যে তথ্য আদান-প্রদান সহজ হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করেছেন। সর্বক্ষেত্রে প্রযুক্তির সুফল আমরা ভোগ করছি। প্রযুক্তির কল্যাণে আমাদের জীবন মান উন্নত হয়েছে।

‘কিন্তু প্রযুক্তির অপব্যবহার আমাদের রোধ করতে হবে। সেজন্য আমরা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার তৈরি করেছি। সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনীকে আমরা আরও আধুনিক করে তুলছি।’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এই সমঝোতাকে ডিজিটাল নিরাপত্তার জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ প্রণয়নের ফলে ডিজিটাল নিরাপত্তার ভয়াবহতা থেকে রক্ষা সম্ভব হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা ২২ হাজার পর্নোসাইট এবং ৬ হাজার জুয়ার সাইট বন্ধ করেছি। প্রতিনিয়ত ডিজিটাল অপরাধ শনাক্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

‘ডিজিটাল অপরাধ ডিজিটাল প্রযুক্তি দিয়েই মোকাবেলা করতে হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যে কোন সহযোগিতা করা হবে।’

এ বিভাগের আরো খবর