বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নটর ডেম শিক্ষার্থী নিহত, তদন্ত কমিটি

  •    
  • ২৪ নভেম্বর, ২০২১ ১৮:৫৬

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি তদন্তে দুটি বিষয়ের ওপর জোর দেবে। দুর্ঘটনাটি কীভাবে সংঘটিত হলো তা সবিস্তারে উত্থাপন ও দোষীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সুপারিশ দেয়া।

আবর্জনা অপসারণের গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের নিউজবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সিতওয়াত নাঈমকে আহ্বায়ক করে গঠিত কমিটির দুই সদস্য হলেন জিএম ট্রান্সপোর্ট ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী।

ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কমিটি তদন্তে নেমে দুটি বিষয়ের ওপর জোর দেবে। দুর্ঘটনাটি কীভাবে সংঘটিত হলো তা সবিস্তারে উত্থাপন ও দোষীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সুপারিশ দেয়া।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে হল মার্কেটের কাছে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান প্রাণ হারান। দুর্ঘটনার পর গাড়ি ও চালককে আটক করেছে পল্টন থানা পুলিশ।

নাঈমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার সমষপুর মিয়াজীবাড়ী গ্রামে। তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম বলেন, ‘নাঈমের গায়ে নটর ডেম কলেজের লোগো সংবলিত পোশাক ছিল। সঙ্গে কলেজব্যাগও ছিল। তার মোবাইল ফোন ও কলেজ আইডি পুলিশের কাছে রয়েছে।

নাঈম হাসান নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপদ সড়ক দাবিতে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা গুলিস্তানে অবস্থান নিয়েছে।

বিকেল সোয়া ৩টার দিকে গুলিস্তানের পুলিশ বক্সের পাশে বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

আন্দোলনে থাকা শিক্ষার্থীরা নাঈম হত্যার বিচার ও নিরাপদ সড়ক দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিজ’, ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানে বিক্ষোভ করছেন। বিকেল ৫টা পর্যন্ত তারা গুলিস্তান, শাপলা চত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এ বিভাগের আরো খবর