ফরিদপুরের ভাঙা ও মাগুরার আড়পাড়ায় শাখা খুলেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ নিয়ে বেসরকারি খাতের এই ব্যাংকটির মোট শাখার সংখ্যা দাঁড়ালো ২১১টি।
বুধবার ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী শাখা দুটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারী এটিএম তাহমিদুজ্জামান, ব্যাংকের এসইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং ও কর্পোরেট এ্যফেয়ার্স জাভেদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী বলেন, ‘সময়ের পরিবর্তনে গ্রাহক চাহিদা এবং ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে এসেছে বহুমুখী বৈচিত্র্য, আর এই পরিবর্তনের সাথে সমন্বয় রেখেই সর্বোত্তম সেবা দিয়ে চলেছে ইউসিবি।’
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওর্য়াকের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে চলেছে।