আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কারও জন্য বসে থাকবে না।
রাজধানীর বাসভবন থেকে বুধবার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে যে ঘোষণা দিয়েছে, সে প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিত হবে না; নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।’
আগামী নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কে অংশ নিল, কে নিল না, তা দেখার কিছু নেই। কারণ নির্বাচন কারও জন্য বসে থাকবে না।’
ওই সময় বিএনপির রাজনীতির সমালোচনা করে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে নির্বাচনে জয়ী হওয়ার নিশ্চয়তা দিলেই নির্বাচন কমিশন নিরপেক্ষ, আর জয়ী হওয়ার নিশ্চয়তা না দিলে নিরপেক্ষ নয়।’
তিনি বলেন, ‘জনগণের কাছে ভোট চাওয়ার মতো বিএনপির এমন কোনো মুখ নেই, তাই তারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে নতুন নতুন ইস্যু খুঁজে বেড়াচ্ছে।’
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আবদুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলসহ অনেকে।