ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের নাঈম হাসান নামে এক শিক্ষার্থীর নিহতের পর গুলিস্তানে অবস্থান নিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। তারা এ ঘটনার বিচার চাওয়ার পাশাপাশি নিরাপদ সড়ক চেয়েছে।
বুধবার বেলা সোয়া ৩টার দিকে গুলিস্তানের পুলিশবক্সের পাশে বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান নেয় নটর ডেমের একদল শিক্ষার্থী। ফলে ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মতিঝিল, পল্টন, জিরো পয়েন্ট এলাকায় দেখা দেয় তীব্র যানজট।
আন্দোলনে থাকা শিক্ষার্থীরা নাঈম হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগানে বিক্ষোভ করছে।
মতিঝিল বিভাগের উপকমিশনার আ. আহাদ বলেন, ‘নটর ডেমের এক শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে তার সহপাঠীরা বঙ্গবন্ধু স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। দুপাশে যানচলাচল বন্ধ।’
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে গুলিস্তানে হল মার্কেটের কাছে ডিএসসিসির ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ থানার সমষপুর মিয়াজীবাড়ী গ্রামে। পরিবারের সঙ্গে ঢাকায় থাকত।
প্রত্যক্ষদর্শী কবি নজরুল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম জানায়, নাঈমের গায়ে নটর ডেম কলেজের লোগো ও পোশাক ছিল। তার সঙ্গে কলেজব্যাগ ছিল। ব্যাগে একটি লাইব্রেরি কার্ড ছিল। পুলিশের কাছে নাঈমের মোবাইল ও কলেজ আইডি রয়েছে।
দুর্ঘটনার পর গাড়ি ও চালককে আটক করেছে পল্টন থানা পুলিশ।