বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।
মিরপুর-১৩ নম্বর এলাকায় বুধবার সকাল ৮টার দিকে কয়েকটি গার্মেন্টসের কয়েক শ শ্রমিক বিক্ষোভ শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে তা আরও বড় হয়।
বিক্ষোভকারী শ্রমিকদের কয়েকজন জানান, কয়েক দিন ধরেই মিরপুর এলাকার গার্মেন্ট শ্রমিকেরা হাজিরা ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে বিচ্ছিন্নভাবে বিক্ষোভ করে আসছিলেন। কিছু দাবি মেনে নেয়া হলেও মঙ্গলবার বিক্ষোভের সময় স্থানীয় ব্যবসায়ীরা দুই গার্মেন্টসশ্রমিককে মারধর করেছেন।
এর প্রতিবাদে তারা বুধবার সকাল থেকে আবারও রাস্তায় নেমে আসেন। এ সময় বেতন-ভাতাসহ নানা দাবির কথাও জানাচ্ছেন শ্রমিকরা।
রাস্তা বন্ধ করে বিক্ষোভের ফলে পুরো সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় কোথাও কোথাও রাস্তা ফাঁকা।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) জাহানুর আলী বলেন, বকেয়া বেতন পরিশোধসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। গতকাল বিক্ষোভের সময় দুজন শ্রমিককে মারধর করেছে এমন অভিযোগ তুলে বুধবার সকাল থেকে তারা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন।