রাজধানীর বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে ফ্ল্যাটের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে।
রাজধানীর নিকেতনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ম্যানেজমেন্ট ভবনে মঙ্গলবার এক অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব ফ্ল্যাটের বরাদ্দপত্র ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘বেগুনবাড়ি খালসহ হাতিরঝিল এলাকার সমন্বিত উন্নয়ন প্রকল্পে অধিগ্রহণজনিত ক্ষতিগ্রস্তদের প্রকল্প এলাকায় ফ্ল্যাট বরাদ্দ দেয়া আমাদের জন্য একটি আনন্দের বিষয়।
‘প্রকল্প এলাকায় যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ভৌত অবকাঠামো অপসারণজনিত কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আবাসনের ব্যবস্থা করা সরকারের অন্যতম একটি দায়িত্ব ছিল।’
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব যথাযথভাবে পালন করায় ধন্যবাদও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রকল্পের বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।
তিনি জানান, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নের জন্য ৩১০.১৪ একর জমি অধিগ্রহণ করতে হয়, যার মধ্যে ১৩৯.৯৬ একর জমি ছিল ব্যক্তি মালিকানাধীন। অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের জন্য বেগুনবাড়ি মৌজায় ০.৯৩ একর জমিতে ১৫ তলার দুটি ভবনে ১১২টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। অর্ধেক মূল্যে ৫৬টি ফ্ল্যাট ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেয়া হয়েছে।