বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঘুষ চাওয়ার অডিও ফাঁসের পর সার্ভেয়ারকে বদলি

  •    
  • ২৩ নভেম্বর, ২০২১ ২৩:০০

গত বুধবার সন্ধ্যায় ঘুষ দিতে যাওয়ায় অভিযোগে আতিকুল ইসলাম আতিক নামে এক যুবককে ধরিয়ে দেন ওই সার্ভেয়ার। তবে আটকের পর আতিকের মোবাইল ফোনে থাকা সার্ভেয়ারের সঙ্গে তার কথোপকথনের অডিওটি ফাঁস করেন তার স্বজনরা।

ঘুষ চাওয়ার অডিও ফাঁস হওয়ার পর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের এক সার্ভেয়ারকে বদলি করা হয়েছে।

সোমবার দুপুরে সার্ভেয়ার আসাদ উল্ল্যাহকে বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

এর আগে গত বুধবার সন্ধ্যায় ঘুষ দিতে যাওয়ায় অভিযোগে আতিকুল ইসলাম আতিক নামে এক যুবককে ধরিয়ে দেন ওই সার্ভেয়ার। তবে আটকের পর আতিকের মোবাইল ফোনে থাকা সার্ভেয়ারের সঙ্গে তার কথোপকথনের অডিওটি ফাঁস করেন তার স্বজনরা।

ওই কথোপকথনে সার্ভেয়ার আসাদ আটক যুবক আতিকের নামে একটি জমির ডিসিয়ার (জমির মূল মালিকের নামে খাজনা নির্ধারনের আগে জারি করা নোটিশ) পাইয়ে দিতে পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন।

সার্ভেয়ার ও আতিকের কথোপকথনের সেই অডিও ফাঁস হওয়ার পর সমালোচনা শুরু হয়। এরপরই সার্ভেয়ার আসাদকে বদলি করা হয়।

স্থানীয়রা জানান, মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা বাজারের মক্কা ফার্মেসির মালিক আতিকুল ইসলাম ঘর ভাড়া নিয়ে গত তিন বছর ধরে ব্যবসা করছেন। ডিসিআর অনুযায়ী ওই ঘরের মালিক স্থানীয় মিজানুর রহমান বাবু নামে একজন।

অভিযোগ, স্থানীয় তহশিলদার এবং সার্ভেয়ার আসাদ উল্ল্যাহর যোগসাজশে ওই জমির ডিসিআর কেটে নেয়া হয়। এরপরই আতিককে ওষুধের দোকান গুছিয়ে চলে যাওয়ার জন্য চাপ দেয়া শুরু হয়। সম্প্রতি দোকানটিতে তালা মেরে দেন তারা।

ব্যবসা প্রতিষ্ঠানের তালা খুলতে মরিয়া আতিক পরে সার্ভেয়ারের কথায় ১৭ নভেম্বর সন্ধ্যায় ঘুষ নিয়ে যান। তবে সার্ভেয়ার নিজে নিরাপদ থাকার জন্য কৌশলে আতিককে পুলিশের কাছে ধরিয়ে দেন।

ঘুষ চাওয়ার বিষয়টি অবশ্য অস্বীকার করেছেন সার্ভেয়ার আসাদ। তিনি বলেন, ‘ওই অডিওটি এডিটিং করা।’

মঠবাড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত জানান, সার্ভেয়ার আসাদ উল্ল্যাহকে সোমবার দুপুরে প্রত্যাহার করে বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ বিভাগের আরো খবর