জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে যোগ দিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মেদ সোলিহর ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মনে করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা সফররত মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন।
বঙ্গভবনে মালদ্বীপের উপরাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান এবং ক্রমান্বয়ে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হচ্ছে।’
মালদ্বীপের উপরাষ্ট্রপতির এ সফরের মাধ্যমে দুই দেশের বিরাজমান সম্পর্ক আগামীতে আরও সম্প্রসারিত হবে বলেও আশা করেন রাষ্ট্রপতি।
জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও মালদ্বীপ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও মালদ্বীপ একযোগে কাজ করতে পারে।’
সাক্ষাতে মালদ্বীপের উপরাষ্ট্রপতি করোনা পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
বাংলাদেশের সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও পর্যটন খাতে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন সফররত উপরাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।