বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএসসির সপ্তম দিনে অনুপস্থিত সাড়ে ২৩ হাজার

  •    
  • ২৩ নভেম্বর, ২০২১ ২০:০০

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার দেয়া তথ্যে বলা হয়, এদিন দুই শিফটে হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এদিন সকাল ১০টায় পৌরনীতি ও নাগরিকতা এবং দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হয় ব্যবসায় উদ্যোগ পরীক্ষা। এর মধ্যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে ১৫ হাজার ৮৩৭ জন এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ৭ হাজার ৭৮০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসি-সমমান পরীক্ষার সপ্তম দিনে ৯টি শিক্ষা বোর্ডে ২৩ হাজার ৬১৭ শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া নকল করার অভিযোগে ঢাকা শিক্ষা বোর্ডের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার এসব তথ্য জানানো হয়।

এদিন দুই শিফটে হয় এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় পৌরনীতি ও নাগরিকতা এবং দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হয় ব্যবসায় উদ্যোগ পরীক্ষা। এর মধ্যে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে ১৫ হাজার ৮৩৭ জন এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় ৭ হাজার ৭৮০ শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২০০ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম শিফটের পরীক্ষায় ৭ লাখ ৯৬ হাজার ৪৬৬ শিক্ষার্থীর অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেয় ৭ লাখ ৮০ হাজার ৬২৯ শিক্ষার্থী। ওই হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৮৩৭ জন।

এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ৩৯৯০ জন, চট্টগ্রামে ১৪৫৯ জন, রাজশাহীতে ১৫৭৯ জন, বরিশালে ১২৪৪ জন, সিলেটে ১৩৯২ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও দিনাজপুরে ১২৫০ জন, কুমিল্লায় ২০৭১ জন, ময়মনসিংহে ১০৮৩ জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ১৭৭২ জন।

এদিন ঢাকা বিভাগের দুইজন পরীক্ষার্থীকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যবসায় উদ্যোগ পরীক্ষা হয়। এ পরীক্ষায় ৫ লাখ ২২ হাজার ৮২৬ জন শিক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও অংশ নেন ৫ লাখ ১৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী। ওই হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৭ হাজার ৭৮০ জন।

এর মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডে ১৯০৪ জন, চট্টগ্রামে ৮৬৫ জন, রাজশাহীতে ১৬৫৯ জন, বরিশালে ২৬২ জন, সিলেটে ১২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও দিনাজপুরে ১২৮১ জন, কুমিল্লায় ১৩২৮ জন, ময়মনসিংহে ১৩১ জন এবং যশোরে অনুপস্থিতির সংখ্যা ২৪৪ জন।

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এ বছর করোনা মহামারির কারণে এই পাবলিক পরীক্ষা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নেয়ার ঘোষণা দেয় সরকার।

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে। গতবার পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন।

মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ পরীক্ষার্থীর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

এ বিভাগের আরো খবর