বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে তথ্য প্রতিমন্ত্রীর সমর্থন

  •    
  • ২৩ নভেম্বর, ২০২১ ১৯:৩৮

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, ‘শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবীগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’ প্রতিমন্ত্রীর কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত হলে আন্দোলন স্থগিত করা হয়।

গণপরিবহনে হাফ ভাড়া চালু করতে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির প্রতি সমর্থন দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

বিকেলে রাজধানীর বকশি বাজার এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে একাত্মতা জানান তিনি।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। ছাত্র-ছাত্রীদের ন্যায্য ও যৌক্তিক দাবীগুলো নিয়ে আমি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলব।’

প্রতিমন্ত্রীর কথায় শিক্ষার্থীরা আশ্বস্ত হলে আন্দোলন স্থগিত করা হয়।

এর আগে, ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর ও সরকারিভাবে প্রজ্ঞাপন জারি করতে আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। তাদের আরেকটি দাবি হলো, ছাত্রী ও নারীদের জন্য অবাধ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করা।

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মঙ্গলবার সায়েন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ছবি:নিউজবাংলা

বাসে ছাত্রদের অর্ধেক ভাড়ার বিষয়ে কোনো আইন না থাকলেও নগরে চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রে এটা এক ধরনের রীতি ছিল। তবে গত কয়েক বছরে সিটিং সার্ভিস, ওয়েবিলসহ নানা কৌশলে বাড়তি ভাড়া আদায়ের যে প্রবণতা তৈরি হয়েছিল, তাতে হাফ ভাড়া নেয়ার বিষয়টি উঠেই যায় বলতে গেলে।

সম্প্রতি ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়িয়ে দেয়া হলে বাসগুলোতে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা আদায় করা হতে থাকে। শিক্ষার্থীরা এই অবস্থায় হাফ পাসের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে নানা রুটে কর্মসূচি পালন করছেন।

এ বিভাগের আরো খবর