টাঙ্গাইলের হোটেলে নিম্নমান, দাম বেশি ও অপরিষ্কারভাবে খাবার তৈরির কারণে চার হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সোমবার দুপুরে এ জরিমানা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন।
ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান, দাম বেশি ও অপরিষ্কারভাবে খাবার তৈরি করার কারণে চার হোটেলকে জরিমানা করা হয়। এ ছাড়া অন্যান্য দোকানদারকে সচেতন করা হয়।
এ সময় সেফাত রেস্টুরেন্টকে ৮ হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ৬ হাজার, সনি স্টারকে ৫ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ সময় সদর থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।