রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় আব্দুল হাকিম নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নাখালপাড়া ব্রিজের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেন তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া পলাশ মিয়া ও হাসিনা বেগম জানান, তারা দেখেন ট্রেনলাইনের একেবারে পাশ দিয়ে হাকিম হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে দূরে ছিটকে পড়েন।
আব্দুল হাকিম নাখালপাড়া পুরাতন এমপি হোস্টেলে আনসার ব্যারাকে থাকতেন বলে জানান তারা।
ব্যারাকের প্লাটুন কমান্ডার মোসলেম উদ্দিন বলেন, ‘আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসি। এসে দেখি হাকিম মারা গেছেন।
‘আব্দুল হাকিম শেরপুর ১২ আনসার ব্যাটালিয়নে নায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার ডিউটি ছিল সংসদ ভবনে। গত রাতে তিনি নাইট ডিউটি করেছেন। সকালে তিনি গোসল সেরে নাশতা খেয়ে বাইরে যান।’
আব্দুল হাকিমের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সুহিল গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় এক আনসার সদস্যকে আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।’