মেহেদী হাসান বলেন, ‘ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে।’
দেশে প্রথমবারের মতো ‘ডিওবি’ মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ‘ক’ শ্রেণিভুক্ত এই মাদকের ১০০ ব্লটার পরিমাণ উদ্ধার করা হয়েছে বলে জানান ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।
মঙ্গলবার দুপুরে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
মেহেদী হাসান বলেন, ‘ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে।’
মাদক উদ্ধারের বিষয়ে তেজগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ে (উত্তর) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানোর কথা বলা হয়েছে।