বাসভাড়া হাফ করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিক্ষোভ করছেন ঢাকা কলেজ ও সিটি কলেজসহ তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় তাদের বিক্ষোভ। সায়েন্সল্যাব মোড়ে তারা অবস্থান নেয়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। ওই পথে চলাচলকারী সব বাসকে আটকে দেন ছাত্ররা।
ডিএমপির নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার শরীফ মো. ফারুকুজ্জামান নিউজবাংলাকে বলেন, ‘কলেজ ছুটি হলে ছাত্ররা রাস্তায় নেমে আসে। তারা এখন অনেকটা বিক্ষুব্ধ অবস্থায় আছে, একটু শান্ত হলে তাদের সঙ্গে আলোচনা করব। এখন আপাতত বাসগুলোকে অন্য পথ দিয়ে যেতে বলা হয়েছে।’
জ্বালানি তেলের দাম বাড়ার পর বেড়েছে বাস ভাড়াও। শিক্ষার্থীদেরও যাতায়াত করতে হচ্ছে বাড়তি ভাড়া দিয়ে। হাফ পাসের ভাড়া নিতে রাজধানীতে দফায় দফায় বিক্ষোভ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।