ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবন ও রান্নাঘরের মাঝের ফাঁকা জায়গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকালে ৯টার কিছু আগে মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম মনির হোসেন রাসেল। বয়স ৩০ বছর।
সকাল পৌনে ১০টার দিকে তার মা রাশেদা বেগম ও ভগ্নিপতি ইয়াকুব আলী রাসেলের মরদেহ শনাক্ত করেন।
ইয়াকুব আলী জানান, গত ৩ সেপ্টেম্বর তার মেরুদণ্ডের জটিল সমস্যা নিয়ে ১১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি হন রাসেল। ২২ অক্টোবর থেকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৫০২ নম্বর ওয়ার্ডের ৩৭ নম্বর বেডে ভর্তি ছিলেন।
রাসেলের বাড়ি ফেনী ফুলগাজী উপজেলার ধর্মপুর গ্রামে। তবে তিনি মা রাশিদা বেগমের সঙ্গে গাজীপুরে থাকতেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ‘সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহ পড়ে আছে। ধারণা করা হচ্ছে, নতুন ভবনের ওপর থেকে পড়ে মৃত্যু হয়েছে।’
এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু, তা তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
বাচ্চু মিয়া বলেন, ‘বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে। শাহবাগ পুলিশ তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।’
তিনি জানান, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এক হাত ভাঙা। তার পরনে কালো গেঞ্জি ও লুঙ্গি ছিল।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে নেয়া হয়েছে।