বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশ থেকে চিকিৎসক নিতে চায় মালদ্বীপ

  •    
  • ২৩ নভেম্বর, ২০২১ ১০:৪৯

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতের সময় মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম বলেন, বাংলাদেশি প্রবাসী কর্মীরা তার দেশের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছে। মালদ্বীপ বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগের জন্য গভীর আগ্রহী।

বাংলাদেশ থেকে চিকিৎসক ও অন্যান্য পেশাদার নেয়ার আগ্রহের কথা জানিয়েছে মালদ্বীপ। দেশটির উপরাষ্ট্রপতি ফয়সাল নাসিম পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে করা বৈঠকে এ আগ্রহের কথা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মঙ্গলবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী ও মালদ্বীপের উপরাষ্ট্রপতির বৈঠক হয়। উভয়ে চট্টগ্রাম-মালে সরাসরি শিপিং লাইন স্থাপন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য কাজ করতে সম্মত হন।

মোমেন বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে মালদ্বীপকে চিকিৎসা শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাস দেন।

এ সময় ফয়সাল নাসিম বলেন, মালদ্বীপে বাংলাদেশি প্রবাসী কর্মীরা মালের অর্থনীতিতে আন্তরিকভাবে অবদান রাখছেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে বিশেষ পেশাদার ও চিকিৎসক নিয়োগের জন্য গভীর আগ্রহী।

বৈঠকে বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে।

উভয় নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পুরো বর্ণালী পর্যালোচনা করেছেন। সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে মতবিনিময় করেন।

মোমেন বলেন, বাংলাদেশ মালদ্বীপকে অত্যন্ত গুরুত্ব দেয় যেটি ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের মূলে রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং ২০২১ সালের ১৭-১৯ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতির সফর বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।

বাংলাদেশের জনগণের জন্য ২ লাখ ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন উপহার দেয়ার জন্য উপরাষ্ট্রপতির মাধ্যমে মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান মোমেন।

তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসা মালদ্বীপের উপরাষ্ট্রপতির সঙ্গে আরও রয়েছেন দেশটির দুই মন্ত্রিপরিষদ মন্ত্রী ও পররাষ্ট্রসচিব। তারাও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে ঢাকায় পৌঁছে মালদ্বীপের উপরাষ্ট্রপতি ফয়সাল ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কয়েকজন মন্ত্রী ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তার।

এ বিভাগের আরো খবর