সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার মান্নারগাঁও ইউনিয়নে সোমবার বিকালে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো ৭ বছরের চয়ন দাস ও তার খালাত ভাই ৫ বছরের নীরব দাস।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর ঘটনাটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকদিন আগে মায়ের সঙ্গে মান্নারগাঁওয়ে মাসির বাড়ি বেড়াতে আসে জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের চয়ন। সেখানে মাসির ছেলে নীরবের সঙ্গে তার বন্ধুত্ব হয়। তারা সবসময় একসঙ্গেই খেলত।
খেলতে গিয়েই সোমবার বিকাল থেকে তারা নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। পরে বাড়ির কাছে পুকুরে দুই শিশুর দেহ ভেসে উঠতে দেখেন তারা।
তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।