ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন রাবিনা ঐশী নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থী।
সহপাঠীদের অভিযোগ, মেসের রুমমেটের দেয়া ফেসবুক পোস্টের জেরে শনিবার রাত ১২টার দিকে প্রায় ২০টি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।
তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ মোড় এলাকায় ‘বাচ্চু মিয়ার মেস’ নামের একটি ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
মেসে থাকা ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, রুমে আড্ডা দেয়া নিয়ে বিরোধের জেরে ঐশীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন তার রুমমেট ও একই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এক শিক্ষার্থী ।
তারা জানান, পোস্টে তিনি জীবন ও সম্ভ্রম নিয়ে শঙ্কায় আছেন বলে উল্লেখ করেন। ওই স্ট্যাটাস ছড়িয়ে পড়লে কমেন্টে নানা ধরনের কটু মন্তব্য করেন অনেকেই। রুমমেটের স্ট্যাটাসে লেখা সবকিছু মিথ্যা ও বানোয়াট এমন অভিযোগ তুলে পাল্টা স্ট্যাটাস দেন ঐশী। এরপর মানসিক চাপে পড়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালান।
এ বিষয়ে ঐশীর রুমমেট ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলার জন্য ফোন দেয়া হলে তিনি ফোন কেটে দেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ড. শাহজালাল বলেন, ‘আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এখন তাকে আইসিইউতে রাখা দরকার। তাই আমরা ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলেছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমার কাছে একজন লিখিত অভিযোগ দিয়েছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আরেকজন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি, তাই তাড়াহুড়া করছি না। দুই পক্ষের কথা শুনেই সমাধান দেয়া হবে।’