বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ হাজার বস্তা সার নিয়ে ডুবেছে বাল্কহেড

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ২১:৫৪

ইউএনও রিপন কুমার সাহা বলেন, ‘ধারণা করছি বাল্কহেড‌টি‌তে সরকারি সার ছিল। এটি কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি। বাল্কহেডমালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।’

ব‌রিশালের সন্ধ‌্যা নদী‌তে সাড়ে ৬ হাজার বস্তা সার নিয়ে ডুবে গেছে এক‌টি বাল্কহেড। এর চালক ও দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পেরেছেন।

জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন কুমার সাহা।

শ‌ফিকুল ইসলাম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘দুপু‌রের দি‌কে আমরা নদীর পাড় থেকে দেখি সবুজ রঙের একটি বাল্কহেড ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে এটি পুরোপুরি ডুবে যায়।’

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘৫০ কেজি ওজনের সাড়ে ৬ হাজার বস্তা সার ছিল বাল্কহেড‌টিতে। যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া থেকে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর বাল্কহেড‌টিও নদীতে পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে।

‘সন্ধ্যায় আমার অনুপস্থিতিতে বাল্কহেডের মালিকপক্ষ থানায় এসেছিলেন। তারা জানিয়েছেন বাল্কহেডে যারা ছিল তারা অক্ষতভাবেই নদীর তীরে উঠতে পেরেছেন। আগামীকাল (মঙ্গলবার) বাল্কহেড উত্তোলনের কাজ শুরু করবেন তারা। বাল্কহেডের মালিক থানায় জানিয়েছেন সারের বস্তাগুলো তার।’

বানারীপাড়া পৌরসভার মেয়র মনির হোসেন বলেন, ‘ডুবে যাওয়া বাল্কহেডের অবস্থান শনাক্ত করে রাখা হয়েছে।’

ইউএনও রিপন কুমার সাহা বলেন, ‘ধারণা করছি বাল্কহেড‌টি‌তে সরকারি সার ছিল। এটি কীভাবে ডুবল তা নিশ্চিত হওয়া যায়নি। বাল্কহেডমালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।’

এ বিভাগের আরো খবর