বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করতে গিয়ে নরসিংদীতে নেতা-কর্মীসহ অবরুদ্ধ হয়েছিলেন বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
খায়রুল কবির খোকন বলেন, ‘চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে বিকেল সাড়ে ৪টার দিকে শুরু হওয়া সমাবেশে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী। সন্ধ্যা ৬টার দিকে কার্যালয় ঘিরে ফেলে পুলিশ। বেশ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে নিয়ে গেছে তারা। যারা বেরুনোর চেষ্টা করছে তাদেরই আটক করা হয়েছে।’
অভিযোগ অস্বীকার করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই নিজেদের অবরুদ্ধ করে রাখেন। এ ক্ষেত্রে আমাদের কী করার আছে?’
ওসি আরও বলেন, ‘অনেক মানুষের সমাগম হওয়ায় সেখানে অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছিল। তাই ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছিল। সেখান থেকে কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।’
পরে রাত সাড়ে ৯টার দিকে নেতাকর্মীদের নিয়ে কার্যালয় ছেড়ে যান খায়রুল কবির খোকন।
শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন জানিয়ে তাকে মুক্তি ও দ্রুত বিদেশ পাঠানোর জোর দাবি জানাচ্ছে বিএনপি।