ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ঘটনায় করা মামলায় নারী ও শিশুসহ ১৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার কানাইডাঙ্গা গ্রাম থেকে সোমবার ভোর ৫টার দিকে তাদের আটক করে বিজিবি। পরে বাহিনীর পক্ষ থেকে তাদের নামে মামলা হয়।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা।
এ সময় কানাইডাঙ্গা গ্রাম থেকে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি গোপালগঞ্জ, যশোর, বাগেরহাট, টাঙ্গাইল, নড়াইল ও গাইবান্ধার বিভিন্ন গ্রামে।
গ্রেপ্তাররা কেন ভারতে গিয়েছিল সে বিষয়ে তেমন কিছু জানা যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা