বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার অভিযোগ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২২ নভেম্বর, ২০২১ ১৩:১২

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুরাদ জানান, সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। এরপর পুলিশ টিয়ারশেল ছোড়ে।

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে এবং তার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার অভিযোগ উঠেছে।

নগরীর থানার মোড়ে বিএনপির জেলা ও মহানগর কার্যালয়ের সামনে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুরাদ জানান, সমাবেশ শেষে নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় ও নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়ে। এরপর পুলিশ টিয়ারশেল ছোড়ে।

এ ঘটনায় খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ ২০ জন নেতা-কর্মী ও দুজন ফটোসাংবাদিক আহত হয়েছে। সংঘর্ষের পর পুলিশ কয়েকজনকে আটক করেছে।

মঞ্জু অভিযোগ করে বলেন, ‘পুলিশ অতি উৎসাহী হয়ে মারমুখী আচরণ শুরু করেছে। আমাদের নেতা-কর্মী আহত হয়েছে। তবে পুলিশ আমাদের দমাতে পারবে না। খুলনার জনগণ রক্ত দিতে প্রস্তুত।

‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বিএনপি তাদের নেত্রীর জন্য যে কোনো আন্দোলন করতে পারে। সেখানে পুলিশ কোনো আক্রমণ করতে পারবে না। তবুও পু‌লিশ আমা‌দের উপর চড়াও হ‌য়ে‌ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি নিউজবাংলাকে বলেন, ‘এখনই এ বিষয়ে কিছু বলতে পারব না।’

এ বিভাগের আরো খবর