নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকায় ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ সঞ্জিত। ১৮ বছর বয়সী সঞ্জিত এক পোশাক কারখানায় কাজ করতেন। থাকতেন তল্লা ছোট মসজিদ এলাকায়। বাবা-মার একমাত্র সন্তান ছিলেন তিনি।
নিহতের মামা রিপন মিয়া জানান, বিকেলে তল্লা ছোট মসজিদসংলগ্ন একটি মাঠে ব্যাডমিন্টন খেলছিলেন সঞ্জিত। এ সময় এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত দুই ভাই আদম ও কদমের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সঞ্জিতকে ছুরিকাঘাত করে।
খবর পেয়ে মাঠে গিয়ে সঞ্জিতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।