বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথমবারেই ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের বাজিমাত

  •    
  • ২২ নভেম্বর, ২০২১ ০৮:৪১

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করার পাশাপাশি অনলাইনে আন্তর্জাতিক পর্ব সমন্বয় করে। কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ভেন্যু সহযোগিতায় অনলাইনে ডব্লিউআরও এর মূল পর্বে অংশ নেয় বাংলাদেশ।

ইন্টারন্যাশনাল রোবট অলিম্পিয়াডে ধারাবাহিক সাফল্যের পর এবার ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে (ডব্লিউআরও) প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশ দশম স্থান অর্জন করেছে।

বিশ্বের ৬৬ দেশ থেকে ২০০ দলের অংশগ্রহণে অনলাইনে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড। রোববার ডব্লিউআরও সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতে অনলাইনে এর ফল ঘোষণা করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড অ্যাসোসিয়েশন।

ডব্লিউআরও এর ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশের ‘টিম প্রডিজি’ দশম স্থান অর্জন করে।

এ দলের সদস্য ছিল ডা. মাহবুবুর রহমান মোল্লাহ কলেজের শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম এবং নটর ডেম কলেজের তৌসিফ সামিন।

অন্যদিকে ওপেন ক্যাটাগরিতে অংশ নিয়ে ১৬তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। এ ক্যাটাগরিতে অংশ নেয়া টিম ‘পাওয়ারিয়াম’ এর সদস্য ছিল নটর ডেম কলেজের শিক্ষার্থী আশরাফুজ্জামান ফুয়াদ, ঢাকা কলেজের মুহাম্মদ আবরার জাওয়াদ এবং সরকারি বিজ্ঞান কলেজের তানজিম জামান খান।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এ অলিম্পিয়াডের বাংলাদেশ পর্ব আয়োজন করার পাশাপাশি অনলাইনে আন্তর্জাতিক পর্ব সমন্বয় করে। কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ভেন্যু সহযোগিতায় অনলাইনে ডব্লিউআরও এর মূল পর্বে অংশ নেয় বাংলাদেশ।

এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারী দলগুলো তাদের দেশের জাতীয় প্রতিযোগিতায় বিজয়ী হয়ে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে।

বাংলাদেশ প্রথমবারের মতো এই আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশ নেয়। এ বছর অলিম্পিয়াডের ‘ওপেন ক্যাটাগরি’ এবং ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে অংশ নেয় বাংলাদেশ। অনলাইনের মাধ্যমে অলিম্পিয়াডটি জাজমেন্ট এবং মনিটর করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজক কমিটি

২০১৮ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নেয় বাংলাদেশ। সে বছর একটি স্বর্ণ, দুটি হাইলি কমেন্ডেড পদক ও একটি কারিগরি পদক পায় বাংলাদেশ দল।

২০১৯ সালের অলিম্পিয়াডে বাংলাদেশ একটি স্বর্ণ, দুটি রৌপ্য, ছয়টি ব্রোঞ্জ ও একটি কারিগরি পদকসহ ১০টি পদক অর্জন করে।

সে ধারাবাহিকতায় গত বছরও পদক জেতে বাংলাদেশের খুদে শিক্ষার্থীরা।

এ বিভাগের আরো খবর