চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার নাগিন পাহাড় দখল ও কাটার দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার দুপুরে শুনানি শেষে অভিযুক্তদের ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আলোচিত এ পাহাড় কাটার দায়ে বৃহস্পতিবার ৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেদিন শুনানিতে অনুপস্থিত ছিলেন ৭ জন। তাদেরই রোববার বিভিন্ন মাত্রায় জরিমানা করা হয়।
তারা হলেন ইলিয়াস চৌধুরী, রোকেয়া সুলতানা, শাহজাহান ফরাজী, মোহাম্মদ ইদ্রিস, আমির হোসেন, আব্দুল ছাত্তার ও হেলাল উদ্দিন ব্রাদার্স।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, নাগিন পাহাড় দখল ও ধ্বংস করতে দীর্ঘদিন ধরে তৎপর একটি মহল। পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করলেও থামেনি পাহাড় কাটার কাজ। গত ১৮ নভেম্বর নাগিন পাহাড় কাটার দায়ে অভিযুক্ত ৩৪ জনকে নোটিশ দেয়া হয়েছিল। কিন্তু শুনানিতে হাজির হন ১৯ জন।
সেদিন অনুপস্থিত থাকা ব্যক্তি-প্রতিষ্ঠানকে ২১ নভেম্বর শুনানিতে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর রোববার অভিযুক্তদের শুনানি শেষে নাগিন পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করার দায়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করে। তাদের ৭ দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।