মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন জনকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
রোববার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো. লুৎফর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকেওয়ার ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উজ্জামান জীবন, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মোতাগাজী এবং চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গজনবী।
শনিবার থেকে তাদের বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়, আক্তার উজ্জামান জীবন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনি কার্যক্রমে অংশ নিয়ে দলীয় শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে মোতাগাজী ও গজনবীকে বহিষ্কার করা হয়।
চরকেওয়ার ইউনিয়নে ভোট ২৮ নভেম্বর।