দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে রেলের ১০টি নতুন ইঞ্জিন (লোকোমোটিভ)।
বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার (প্রকল্প) মো. হাসান মুনসুর রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন।
ইঞ্জিন ক্রয় প্রকল্পের এ পরিচালক নিউজবাংলাকে বলেন, ‘দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেনের ১০টি ইঞ্জিন দেশে এসেছে। ইঞ্জিনগুলো বন্দর থেকে খালাস করার কাজ চলছে। খালাস করে ইঞ্জিনগুলো চট্টগ্রামের পাহাড়তলী ডিজেল শপে নেয়া হবে। সেখানে ইঞ্জিনগুলো পরীক্ষামূলক চালানো হবে। তার ১৫-২০ দিন পর ইঞ্জিনগুলো রেলে যোগ করা হবে।’
রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলের আধুনিকায়ন ও সেবা বাড়াতে কোরিয়া থেকে মোট ২০টি ইঞ্জিন কেনার চুক্তি হয়েছে। আগেই ১০টি ইঞ্জিন এসেছে। রোববার আসে বাকি ১০টি ইঞ্জিন।
নতুন ইঞ্জিনগুলো যোগ হলে ট্রেন পরিচালনা সহজ ও গতিশীল হবে বলে মনে করছেন কর্মকর্তারা। কোরিয়া থেকে আমদানি করা এসব ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি বিশেষায়িত পণ্যবাহী ট্রেনেও যুক্ত করা যাবে। যার মাধ্যমে পণ্যবাহী ট্রেন পরিচালনা বাড়িয়ে দ্বিগুণ রাজস্ব আয়ের আশা করছেন কর্মকর্তারা।