লালমনিরহাট সদর ও কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঁচ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার বিকেলে বিষয়টি জানানো হয়।
উপপ্রচার সম্পাদক মেহেদী হাসান রোববার সন্ধ্যায় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।
মেহেদী জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে নিজে বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা মনোনীত প্রার্থীর বিরোধিতা করেছেন বা বিদ্রোহী প্রার্থীকে সহযোগিতা করছেন এমন নেতাদের দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী বহিষ্কার করা হয়েছে। চিঠির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
বহিষ্কার হওয়া পাঁচ নেতা হলেন কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক ও সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম, মোগলহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দপ্তর সম্পাদক বিশ্বজিৎ মোহন্ত মানিক।