এমিরেটস এয়ারলাইন্সের বহরের ১০৫টি উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি ক্লাস যুক্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যভিত্তিক বিমান পরিবহন সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বহরে থাকা ১০৫টি আধুনিক সুপরিসর উড়োজাহাজে ইকোনমি ক্লাস নতুন করে সুসজ্জিত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এমিরেটসের ইঞ্জিনিয়ারিং শাখায় এই কাজ শেষ করতে সময় লাগবে প্রায় ১৮ মাস।
পরিকল্পনা অনুযায়ী ৫২টি এয়ারবাস এ থ্রি এইট জিরো এবং ৫৩টি বোয়িং ট্রিপল সেভেন মডেলের উড়োজাহাজে প্রিমিয়াম ইকোনমি নামে নতুন একটি কেবিন যুক্ত হবে। এছাড়াও সম্পূর্ণ নতুন একটি বিজনেস ক্লাস চালুর পরিকল্পনা নেয়া হয়েছে। বোয়িং ট্রিপল সেভেন উড়োজাহাজে এই বিজনেস ক্লাস কেবিনে আসন বিন্যাস হবে ১-২-১।
চলতি বছরের ডিসেম্বরে এমিরেটসের বহরে যুক্ত হতে যাওয়া ছয়টি এয়ারবাস এ- থ্রি এইট জিরোতে প্রিমিয়াম ইকোনমিসহ শ্রেণী সংখ্যা হবে চারটি।
এমিরেটস বলছে, প্রিমিয়াম ইকোনমি শ্রেণীতে গতানুগতিক ইকোনমি শ্রেণীর তুলনায় অনেক বেশি সুবিধা রাখা হয়েছে। এর আসনগুলো থাকবে দাগ প্রতিরোধী চামড়ায় আবৃত, হেড রেস্টগুলো ছয়দিকে অ্যাডজাস্ট করা সম্ভব হবে। পাশাপাশি থাকবে কাফ ও ফুট রেস্ট।
আসনের পিচ হবে ৪০ ইঞ্চি ও প্রতিটি আসন ১৯ দশমিক ৫ ইঞ্চি প্রশস্ত এবং ৮ ইঞ্চি পর্যন্ত হেলানো যাবে। আসনের সঙ্গে যুক্ত থাকবে চার্জিং পয়েন্ট, প্রশস্ত ডাইনিং টেবিল এবং ককটেল টেবিল। প্রতিটি আসনের জন্য ১৩ দশমিক ৩ ইঞ্চি টিভি পর্দাও যুক্ত থাকবে।