মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে এক ব্যক্তিকে হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার রাতে ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার রোববার দুপুর ১টার দিকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, যাকে হত্যা করা হয়েছে তার নাম আব্দুল বারেক শেখ। তিনি উপজেলার হাসাইল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সহকারী ছিলেন।
গ্রেপ্তাররা হলেন নাজির হোসেন ওরফে নাজিম মোড়ল, ফয়সাল ওরফে জুয়েল ও মো. মিলন। তিনজনই মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মশদগাও এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, গত ৭ নভেম্বর বেলা ১১টার দিকে বারেক বালিগাঁও বাজারের ব্যাংক এশিয়া থেকে অফিসে যাওয়ার পথে টংগিবাড়ী বালিগাঁও এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় টঙ্গিবাড়ি থানায় মামলা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি স্কুল ব্যাগ, দুইটি ধারালো চাকু, একটি পিস্তল, একটি নীল রংয়ের অ্যাপাচি ফোরভি মোটর সাইকেল জব্দ করা হয়।
হত্যার বিষয়টি আসামিরা স্বীকার করেছে বলেও জানান পুলিশ সুপার।