বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাবির সি ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

  •    
  • ২১ নভেম্বর, ২০২১ ১৯:২৪

এ বছর সি ইউনিটের পরীক্ষায় ৩৭৪টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ২৫ হাজার ১৪৩ জন। পাস করেছেন ১৫ হাজার ৬৭৭ জন পরীক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় কলা ও মানবিকী অনুষদভুক্ত সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জাবির ওয়েবসাইটে রোববার দুপুরে ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল দেখা যাবে https://juniv-admission.org/ju-admission-result এই লিংকে গিয়েও।

এ বছর সি ইউনিটের পরীক্ষায় ৩৭৪টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ২৫ হাজার ১৪৩ জন। পাস করেছেন ১৫ হাজার ৬৭৭ জন পরীক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীর জন্য আলাদা মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞান বিভাগ থেকে ৮৫ দশমিক ৬০ নম্বর পেয়ে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন এস এম মুবাশশির আহমেদ ফুয়াদ। মেয়েদের মধ্যে ৮১ নম্বর পেয়ে প্রথম হয়েছেন নওশীন শারমিন।

মানবিক বিভাগ থেকে ছেলেদের মধ্যে ৮৯ দশমিক ৯৫ পেয়ে প্রথম হয়েছেন মো. রাসেল এবং মেয়েদের মধ্যে ৭৮ দশমিক ৭৯ নম্বর পেয়ে প্রথম হয়েছেন উম্মে হাবিবা নওরীন।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ছেলেদের মধ্যে ৭৬ দশমিক ৮৮ পেয়ে প্রথম হয়েছেন মেহেদী হাসান আশিক এবং মেয়েদের মধ্যে ৭৬ দশমিক ৭১ পেয়ে প্রথম হয়েছেন শাহনাজ আজমী।

এবার ইংরেজি বিভাগের পাশাপাশি প্রত্নতত্ত্ব বিভাগের জন্য আলাদা মেধাতালিকা দিয়েছে অনুষদটি।

ইংরেজি বিভাগে ছেলেদের মধ্যে প্রথম হয়েছেন এস এম মুবাশশির আহমেদ ফুয়াদ। প্রত্নতত্ত্ব বিভাগে ছেলেদের মধ্যে মেধাতালিকায় প্রথম হয়েছেন মো. রাসেল। এই দুই বিভাগেই মেয়দের মধ্যে প্রথম হয়েছেন নওশীন শারমিন।

ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক জানান, সি ইউনিটের ফলাফলে মোট আসনের বিপরীতে ১০ গুণ পরীক্ষার্থীর মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এ বিভাগের আরো খবর