চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর বানৌজা ঈসা খাঁ নেভাল জেটিতে জাহাজ দেখতে ভিড় করেন শত শত মানুষ।
রোববার বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত নৌঘাঁটিতে যুদ্ধজাহাজ বানৌজা ‘প্রত্যাশা’ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২১’ উপলক্ষে জাহাজের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সম্পর্কে ধারণা দেয়া হয় সাধারণ মানুষকে।
জাহাজ পরিদর্শনে এসে চট্টগ্রাম নগরের কাঠগড় এলাকার বাসিন্দা ও দশম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান বলে, ‘জাহাজ দেখানো হবে জেনে আব্বু-আম্মুকে জোর করে এখানে নিয়ে এসেছি। কারণ আমার স্বপ্ন নেভিতে কাজ করার।’
দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নৌ অঞ্চলের মসজিদগুলোতে বাদ ফজর দোয়া হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণে এবং সশস্ত্র বাহিনীর উন্নতি-অগ্রগতি কামনা করা হয়। মুক্তিযুদ্ধে শহীদ বীরদের রুহের মাগফিরাতও চান অংশগ্রহণকারীরা।
দিবসটির তাৎপর্য তুলে ধরে সশস্ত্র বাহিনীর অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া নৌবাহিনী স্কুল ও কলেজগুলোতে কবিতা আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।