বেসরকারি চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা নাজিম আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নুর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশের উপপরিদর্শক আলামিন আসামি নাজিম আহমেদকে আদালতে হাজির করে সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।
এদিন, আসামিপক্ষের আইনজীবী আসাদুজ্জামান খান রচিসহ আরও কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীরসহ আরও অনেকেই জামিন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন নাকচ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
গত ২০ নভেম্বর বিকেল ৪টার সময় শাহবাগ মোড়ে রিশাদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে গ্রেপ্তার করেন শাহবাগ থানার পুলিশ।
সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক নেতা নাজিম আহমেদ। ছবি নিউজবাংলা
হামলার শিকার রিশাদ বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে।
জানা যায়, গত ২০ নভেম্বর বিকেল ৪টার দিকে রিশাদ হুদা নালারপাড় থেকে শাহবাগ মোড়ের দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি সড়কের বাম দিকে সরে আসে। এ সময় তিনি হর্ন দিলে গাড়ি থেকে নাজিমসহ দুজন নেমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার হেলমেট খুলে সেটি দিয়ে তাকে মারধর করেন।
রিশাদের মোটরসাইকেলের চাবিও নিয়ে নেন নাজিম। পরে তাকে আজিজ সুপার মার্কেটের সামনে যেতে বলা হয়। এরপর তাকে দোকান মালিক সমিতির অফিসে নিয়ে নাজিমের নির্দেশে কয়েকজন যুবক মারধর করে এবং মোবাইল নিয়ে ভেঙে ফেলে। মামলায় তার জীবননাশের হুমকি দেয়ারও কথা বলা হয়েছে।
এই ঘটনায়, নাজিম আহমেদ, তানভীর, ইউসুফ ও ইকবালের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অতর্কিতে হামলা ও মারধর করার অভিযোগ এনে মামলাটি করেন রিশাদ হুদা।