বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেশের সব নদী ও দখলদারের তালিকা চেয়েছে হাইকোর্ট

  •    
  • ২১ নভেম্বর, ২০২১ ১৬:০৬

আইনজীবী রিজওয়ানা হাসান বলেন, 'দেশে নদীর সংখ্যা নিয়ে একটা অসঙ্গতি রয়ে গেছে। নদী দখলদার উচ্ছেদে আমরা দেখছি কোথাও কাজ হচ্ছে, কোথাও কাজ হচ্ছে না। একইভাবে আদালতের বেশকিছু নির্দেশ থাকা সত্ত্বেও নদীর সীমানা ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে দখলদারকে সুযোগ দেয়া হচ্ছে।'

দেশের সব নদীর পূর্ণাঙ্গ তালিকা ও প্রতিটি বিভাগে নদী দখলদারদের তালিকা চেয়েছে হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে এই তালিকা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

অর্থ সচিব, পানি উন্নয়ন বোর্ড ও সব জেলা প্রশাসককে এই তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

এ সংক্রান্ত এক রিটের আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান।

রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, দেশে নদীর সংখ্যা নিয়ে একটা অসঙ্গতি রয়ে গেছে। নদী দখলদার উচ্ছেদে আমরা দেখছি কোথাও কাজ হচ্ছে, কোথাও কাজ হচ্ছে না। একইভাবে আদালতের বেশকিছু নির্দেশ থাকা সত্ত্বেও নদীর সীমানা ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে দখলদারকে সুযোগ দেয়া হচ্ছে।

দেশের নদীগুলোকে দখলমুক্ত করতে একটি সামগ্রিক কর্মপরিকল্পনা চেয়ে আমরা আজ আদালতে একটি আবেদন করি। আদালত সেটির শুনানি নিয়ে আদেশ দিয়েছে।

রিট আবেদনে বলা হয়, নদীর সংখ্যা নিয়ে একেক পক্ষ থেকে একেক ধরনের তথ্য রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে দেশে নদীর সংখ্যা ৪০৫টি, আর নদী রক্ষা কমিশন বলছে ৭০৭টি। আবার বেসরকারি গবেষণায় এক হাজার ১৮২টি নদীর কথা বলা হয়েছে। তাই নদীর সঠিক তালিকা ও অন্যান্য নির্দেশনা চেয়ে পরিবেশবাদী সংগঠন বেলা’র পক্ষ থেকে রিট করা হয়।

এ বিভাগের আরো খবর