হাফ পাসের ভাড়া নিতে বলায় রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া বাসের হেলপারকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
এই আল্টিমেটাম দিয়ে আপাতত সড়ক অবরোধ ছাড়ার সময় তারা জানান, বেঁধে দেয়া সময়ের মধ্যে ধর্ষণের হুমকিদাতাকে গ্রেপ্তার না করা হলে ফের সড়কে অবরোধে নামবেন তারা।
রোববার বেলা ১২টায় শিক্ষার্থীরা বকশী বাজার মোড় অবরোধ ছাড়ে। এতে দুই ঘণ্টা পর দুই পাসের সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
হাফ ভাড়া দিতে চাওয়ায় বদরুন্নেসার এক শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ঠিকানা পরিবহনের এক বাস হেলপারের বিরুদ্ধে। এই ঘটনার বিচার এবং গণ পরিবহনে হাফ পাস কার্যকরের দাবিতে রোববার সকাল ১০টা থেকে বকশি বাজার মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।
এতে শহীদ মিনার থেকে বকশি বাজার রোড এবং চানখারপুল থেকে বকশি বাজার রোডে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়।
এর মধ্যে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছেড়ে দিতে অনুরোধ করলেও শিক্ষার্থীরা সড়কে অবস্থান অব্যাহত রাখে।
বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে আসেন ঠিকানা পরিবহনের মালিক পক্ষের সদস্য কামরুজ্জামান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদেরকে হাফ ভাড়াই দেবে৷ আমাদের কোনো আপত্তি নেই৷ আর শিক্ষার্থীদের যেন কোন হয়রানি না করা হয় সেটি স্টাফ, ড্রাইভার এবং কাউন্টারে যারা থাকেন তাদেরকে আমি বলে দেবো।’
এরপর ধর্ষণের হুমকিদাতাকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ ছাড়েন শিক্ষার্থীরা।
রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভে প্ল্যাকার্ড হাতে এক ছাত্রী। ছবি: নিউজবাংলাশিক্ষার্থীদের পক্ষে তাসনুম তাবাসসুম বলেন, ‘আমরা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে সেই বাস হেলপারকে গ্রেপ্তার করা না হলে আমার বোনের সঙ্গে সংগঠিত অপরাধের বিচার নিশ্চিতে আমরা আবারও সড়ক অবরোধ করে আন্দোলনে নামব।’
লালবাগ জোনের এডিসি (ট্রাফিক) কুদরত এ খুদা বলেন, ‘পুলিশ, বাস মালিক এবং কলেজ কর্তৃপক্ষকে নিয়ে আমরা বসবো। আর যে অভিযোগটি এসেছে সেটি খতিয়ে দেখব। শিক্ষার্থীদের কাছ থেকে আমরা বাসের নাম পেয়েছি, কিন্তু বাসের নম্বর পায়নি।
‘তারপরও প্রযুক্তির সাহায্য নিয়ে কোন বাসে এ ঘটনা ঘটেছে আমরা খুঁজে বের করব। শিক্ষার্থীদের আমরা আশ্বস্ত করেছি যে হেলপার এ খারাপ আচরণ করেছে তাকে আইনের আওতায় আনবো। আর শিক্ষার্থীদের যে হাফ পাসের দাবি এটি আমাদের এখতিয়ার না।’