কক্সবাজারের সেন্ট মার্টিনে সাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ২২ জেলে ১৩ ঘণ্টা পর ফিরে এসেছেন।
কোস্ট গার্ড সদস্যরা তাদের নিয়ে শনিবার রাত সাড়ে ১১টার দিকে সেন্ট মার্টিন দ্বীপ ঘাটে ফিরেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘মাঝিমাল্লাসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলো ফিরেছে। সব জেলে সুস্থ আছেন। কোস্ট গার্ডের প্রচেষ্টায় ট্রলারসহ জেলেদের মিয়ানমার নৌবাহিনী ফেরত দিয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আমাকে জানিয়েছেন।’
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘মিয়ানমারের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জেলেদের ফেরত এনেছে কোস্ট গার্ড।’
নুর জানান, শনিবার সকাল ১০টার দিকে সেন্ট মার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ৪টি ট্রলারসহ ২২ জনকে ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনী।