ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ৯টায় কন্ট্রোল রুম খবর পায়।’
রাজধানীর গুলশান-২-এ একটি ১৪ তলা ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শুক্রবার রাতে এই আগুনের সূত্রপাত হয় গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত ৮টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ৯টায় কন্ট্রোল রুম খবর পায়।’
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানান তিনি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, গুলশান ২ নম্বরের ইউনিমার্ট ভবনের তৃতীয় তলায় একটি রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়েছিল। ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন প্রায় নিভে গেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।