চট্টগ্রামের রাউজানে একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন।
তিনি নিউজবাংলাকে বলেন, পূর্ব গুজরা ইউনিয়নে রঘুনন্দন চৌধুরী হাটের পশ্চিম পাশের একটি ডোবায় সকালে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ মরদেহটি উদ্ধার করে। বেলা ১১টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তার গলায় ওড়না প্যাঁচানো ও মুখে ক্ষতচিহ্ন আছে। তার আনুমানিক বয়স ২৫ বছর।
উদ্ধার নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।