বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘রাজহাঁস মারায়’ কৃষককে পিটিয়ে হত্যা

  •    
  • ২০ নভেম্বর, ২০২১ ০৯:৫৮

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী মো. কামালের একটি রাজহাঁস মারা যাওয়ায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। কামালের স্ত্রীর দাবি, মফিজের বাড়ির কেউ তার হাঁসটি মেরে ফেলেছে। মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে পেটায়।

ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবেশী কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

উন্নত চিকিৎসার জন্য আহত কৃষক মফিজ মোল্লাকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ৪৫ বছর বয়সী মফিজ মোল্লার বাড়ি মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে।

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন নিউজবাংলাকে জানান, শুক্রবার প্রতিবেশী মো. কামালের একটি রাজহাঁস মারা যাওয়ায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতণ্ডা হয়। কামালের স্ত্রীর দাবি, মফিজের বাড়ির কেউ তার হাঁসটি মেরে ফেলেছে।

মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে পেটায়। তাকে বাঁচাতে গিয়ে ভাই লাবুও আহত হন। স্বজনরা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানে মফিজের অবস্থার অবনতি হলে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর