সাতক্ষীরায় হত্যা ও সহিংসতার মামলায় জামায়াতের এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জেলার মুখ্য বিচারিক হাকিম হুমায়ন কবীরের আদালতে শুক্রবার দুপুরে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
কারাগারে পাঠানো ব্যক্তির নাম আলতাফ হুসাইন। তিনি সাতক্ষীরা জামায়াতের সাবেক প্রচার সম্পাদক।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধুখালী এলাকা থেকে মঙ্গলবার রাতে আলতাফকে গ্রেপ্তার করে র্যাব। বৃহস্পতিবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে বাহিনীটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার দুপুরে সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আখতার জানান, প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে তারা জানতে পারেন সাতক্ষীরায় হত্যাসহ ১৫টি মামলা রয়েছে আলতাফের বিরুদ্ধে। এগুলোর মধ্যে ৭টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
তিনি জানান, আলতাফের বিরুদ্ধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাতক্ষীরায় ব্যাপক সহিংসতা চালানোর অভিযোগে মামলা হয়। এ ঘটনায় নিহত হন সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক এবিএম মামুন হোসেন।
আলতাফের বিরুদ্ধে বিস্ফোরক ও নাশকতার আরও ১৩টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক বাবুল আখতার।