রাজধানীর অদূরে কেরানীগঞ্জের দেল্লা গ্রামে ওয়ান টাইম গ্লাস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আর ফারুক বলেন, ‘কেরানীগঞ্জের দেল্লা গ্রামে ওয়ান টাইম গ্লাস তৈরির কারখানায় আগুনের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে আগুন নেভাতে ইউনিট পাঠাই। পাঁচটি ইউনিট একযোগে কাজ করে রাত ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।'
তিনি আরও বলেন, ‘আগুনের সূত্রপাত কীভাবে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ হতাহত হওয়ারও খবর জানা যায়নি।’