বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৫৮০ বছরে দীর্ঘতম ‘ব্লাড মুন’

  •    
  • ১৯ নভেম্বর, ২০২১ ১৭:২৪

৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি শুক্রবার চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায় দেখা যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষেরাও দেখতে পাবেন এই ব্লাড মুন।

যখন পৃথিবীর ছায়ায় ঢাকা পড়বে চাঁদ, তখন তার রং হবে লাল। বিজ্ঞানীরা এই লাল রঙা চাঁদের নাম দিয়েছেন ‘ব্লাড মুন’ বা ‘বিভার মুন’। ৫৮০ বছরের পর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ (শুক্রবার)। স্বাভাবিকভাবে এই শতকেরও দীর্ঘতম চন্দ্রগ্রহণ এটি।

তবে চাঁদকে পূর্ণগ্রাস করেনি পৃথিবীর ছায়া। মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, চাঁদের ৯৭ ভাগের বেশি অংশ ঢাকা পড়েছিল পৃথিবীর ছায়ায়। বাংলাদেশ থেকেও দেখা গেছে এই চন্দ্রগ্রহণ।

‘মহাকাশ মিলন’ নামে পরিচিত মশহুরুল আমীন ও তার বন্ধুরা বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ছুটে গেছেন বান্দরবানের আলী কদমে। সেখানে ক্যাম্প করে চন্দ্রগ্রহণ দেখবেন তারা।

তিনি নিউজবাংলাকে জানান, বিকেল ৫টা ১২ মিনিট থেকে গ্রহণ শুরু হয়েছে। চলবে ৬টা ৩ মিনিট পর্যন্ত। কিন্তু সূর্যের আলো থাকায় দেখা যাবে না এই মহাজাগতিক দৃশ্য। তবে সূর্য ডুবে যাওয়ার পর এই দৃশ্যটি দেখার সুযোগ মিলবে।

আমেরিকার ইন্ডিয়ানায় বাটলার বিশ্ববিদ্যালয়ের হলকোম্ব অবজারভেটরি ও নাসা জানিয়েছে, ৫৮০ বছরের মধ্যে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণটি শুক্রবার চীন, জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, মঙ্গোলিয়া, ম্যাকাওসহ গোটা পূর্ব এশিয়ায় দেখা যাবে। এ ছাড়া অস্ট্রেলিয়া, উত্তর ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগরীয় এলাকার মানুষেরাও দেখতে পাবেন এই ব্লাড মুন।

পূর্ণিমার চাঁদের চেয়ে আকারে কিছুটা ছোট হবে শুক্রবারের চাঁদ। পৃথিবীর ছায়ায় সেই চাঁদের ৯৭.৪ শতাংশই ঢাকা পড়ে যাবে। আংশিক গ্রাস বলা হয়েও এটির রূপ নেবে পূর্ণগ্রাসে।

নিজ কক্ষপথে প্রদক্ষিণের সময় পূর্ণিমার চাঁদ পৃথিবীর ছায়ার মধ্যে পুরোপুরি ঢুকে গেলেই হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

এ বিভাগের আরো খবর